Wednesday 23 May 2018

উদ্ভাসিত মস্তালীপুর

 "মস্তালীপুর" এক ঐতিজ্যের নাম। যার রয়েছে হাজার বছরের ইতিহাস। এই গ্রামটি ঐতিহাসিক ভাবে অত্যান্ত প্রশিদ্ধ। গ্রামের মোট জনসংখ্যার ১০০% মুসলমান। এখানে ঐতিহাসিক নিদর্শন সম্বলীত মসজিদ ও মক্তব আছে। মসজিদটি বাংলা ১৩৪৯ সাল, ইংরেজি ১৯৪২ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। বাংলা ১৩৬৫ সাল, ইংরেজি ১৯৫৮ ইং খ্রিস্টাব্দে দ্বিতীয় সংস্করণ হয়। বাংলা ১৪১০ সাল, ইংরেজি ২০০৩ খ্রিস্টাব্দে মসজিদটি তৃতীয় সংস্করণ হয়। এছাড়াও এই গ্রামটিতে দীর্ঘ্য কয়েক দশক যাবৎ একটি মক্তব সুনামের সহিত পরিচালিত হচ্ছে।

No comments:

Post a Comment